মাদকের কবলে রাজশাহী জেলার বাঘা উপজেলা।মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংসের মুখে পরেছে।
বর্তমানে রাজশাহী জেলার বাঘা থানার আওতাধীন আলাইপুর,বেলালের মোড়,পাকুড়িয়া,পানিকুমরা,কিশরপুর,বাঘা টার্মিনাল সংলগ্ন এই স্থানগুলোকে বলা হয় মাদকের ঘাটি।এখানে প্রতিনিয়ত হাজার হজার তরুণ-তরুণী নতুন ভাবে মাদকের সাথে পরিচিত হচ্ছে।দূূর দূরান্ত থেকে লোক জন মাদক সেবনের জন্য আসে এই সব এলাকাই।এমনকি পাশ্ববর্তী অনেক জেলা-উপজেলা যেমন পাবনা,নাটোর,পুঠিয়া,কুষ্টিয়া,বাগাতিপাড়া,বগুড়া সহ আরো অনেক স্থান থেকে মানুষজন আসে মাদক সেবন করতে। দেশে বর্তমানে যখন সরকারসহ প্রশাসন এর লোক জন করোনা মোকাবেলা নিয়ে ব্যস্ত হয়ে পরেছে, ঠিক এই সময়টাতে কিছু অসাধু মাদকচক্র তাদের ব্যাবসার প্রসার ঘটাচ্ছে। কিন্তু প্রশাসনের তৎপরতার পরেও থামানো যাচ্ছে না এই মাদকব্যবসা। সচেতন জনগণ মনে করছে প্রশাসনের আরো কঠোরতা ও সামাজিক প্রচারণার মাধ্যমে দ্রুত এই অবস্থা থেকে পরিত্রাণ না পেলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে বাঘার যুবসমাজ।
Leave a Reply