গত ৩ নভেম্বর বাক প্রতিবন্ধী একটি শিশুকে জরাজীর্ণ অবস্থায় পাবনার সদর থানার অন্তর্গত রাধানগরে পাওয়া যায়।এমতাবস্থায় স্থানীয় জনগণ পাবনা সদর থানায় দিলে ওসি নাছিম আহম্মেদ নিজে বিষয়টি জানালে সদর থানার ওসি নাছিম আহম্মেদ ছেলেটিকে থানায় নিয়ে আসে।পরবর্তীতে ছেলেটির পরিধানের ছেঁড়া কাপড় পরিবর্তন করে নতুন জামাকাপড়ের ব্যবস্থা করে দেন।
পাশাপাশি শিশুটিকে নিজে যত্ন নিয়ে তার দেখভাল করেন।এমনকি নিজ হাতে খাইয়ে দেন শিশুটিকে।ওসি নাসিম আহম্মেদ “আমার উদ্দেশ্য ছেলেটিকে তার বাবা মায়ের কাছে সুস্থ অবস্থায় ফেরত দেওয়া।”
ওসি নাছিম আহম্মেদ আরো বলেন “যদি কেউ ছেলেটিকে চিহ্নিত করতে পারেন,তাহলে পাবনা সদর থানায় যোগাযোগ করলে আমাদের পক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুবিধা হবে। ”
এদিকে বাক প্রতিবন্ধী শিশুটিকে নিজ স্নেহে ওসি নাছিম আহম্মেদ রেখে দিয়েছেন তার কাছে।শিশুটিও মানিয়ে নিয়েছে দ্রুতই।এই ঘটনায় মানবিক ওসি নাছিম আহম্মেদকে প্রশাংসায় ভাসিয়েছেন স্থানীয় জনসাধারণ।
Leave a Reply