বাংলাদেশ ক্রিকেটের জাতীয়দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার হাসপাতালে বেড না পাওয়ার বিষয়টি গুজব।নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে নিশ্চিত করেছেন এই জনপ্রিয় ক্রিকেটার।
আজ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে বেড না পাওয়ার বিষয়টি ছড়িয়ে পরে।তবে বিষয়টি মিথ্যাচার ও স্রেফ গুজব বলে মাশরাফির ঘনিষ্ঠজনদের থেকে নিশ্চিত হয়েছে ‘বাংলাদেশ সারাবেলা’।
মাশরাফির অফিসিয়াল ও ভ্যারিফাইড ফেইসবুক পেইজ থেকেও বিষয়টি মিথ্যাচার বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।
তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন ও বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছেন বলে জানিয়েছেন ফেইসবুক স্ট্যাটাসে। কিছু পরীক্ষা করার জন্য তার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালে রুম না পাওয়ার বিষয়টি ভিত্তিহীন বলেছেন উক্ত স্ট্যাটাসে। একইসাথে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংসদ সদস্য ও জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।
Leave a Reply