পটুয়াখালীর মির্জাগঞ্জে মহিষকাটা বাজারের পূর্ব পাশে শ্রীমন্ত নদীর উপর মহিষকাটা – কলাগাছিয়া সংযোগ সেতু ভেঙে আইয়ুব আলী (৫৫) নামে একজন নিহতসহ ৪/৫ জন আহত হয়েছে। নিহত উপজেলার কলাগাছিয়া আসমতিয়া ফাজিল মাদরাসা অধ্যক্ষ। নিখোঁজের ২ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার রাতে একটি আটোবাইক ও মোটরসাইকেল সহ ২০/২৫ জন লোক ব্রীজটি পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।আহতদের কে দ্রুত উদ্বার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। ব্রিজ ভেঙে যাওয়া উভয় পারের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রতক্ষদর্শীরা জানায়, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিলো। তাই অফিসাররা ব্রিজটি পরিদর্শনে আসে। এসময় একটি আটোবাইক ব্রিজটি দিয়ে লোক নিয়ে পারাপারের সময় ওই আটো, একটি মোটরসাইকেল ও ব্রিজের উপর থাকা লোকজনসহ হঠাৎ ভেঙে পরে। খবর পেয়ে ভাঙা ব্রিজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন।
Leave a Reply