পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাধীন চরমোন্তাজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাইলাবুনিয়া গ্রামের গৃহহীন অসহায় বৃদ্ধ সামসুল হক পায় নি মুজিব বর্ষের ঘর। সামসুল হক তার স্ত্রী কে নিয়ে মানবেতর জীবনযাপন করছে এই বৃদ্ধ দম্পতি। তাদের নেই থাকার মতো একটা জায়গা। বর্ষাকালে খুব কষ্টে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করে।তাও বিভিন্ন জায়গায় জোড়াতালি দিয়ে। বর্ষা শেষে বাড়ির আঙিনায় একটি পাটি বিছিয়ে জীবনযাপন করে।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দিচ্ছে।কিন্তু এই গৃহহীন অসহায় বৃদ্ধ সামসুল হক পাচ্ছে না সেই মুজিব বর্ষের ঘর।
অসহায় এই বৃদ্ধ সামসুল হক বলেন, “আমি ঠিক মতো তিন বেলা খাইতে পারি না, আমার একটা থাকার ঘর নাই, আমি কোন রিলিপের চাউল পাই না যাদের ঘরবাড়ি আছে যায়গা জমি আছে তারা রেশন কার্ডের চাউল পায়, আমারে একটা রেশন কার্ডও দেয় না। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে মুজিব বর্ষের ঘর চাই।”
Leave a Reply