টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা বাজরে মুরগির বিষ্টায় অতিষ্ঠ দোকানদার ও পথচারী।
জানা যায়, গত কাল রাত ১২ টার পর কোন এক সময় সখিপুর থেকে গারো বাজারের রাস্তায়, কচুয়া বাজার থেকে শুরু করে মেইন রোড়ের উপরে বিভিন্ন স্থানে বস্তা ভর্তি মুরগির বিষ্টা ফালানো হয়।
বিশেষ করে বড়চওনা বাজারে মেসার্স নাবিলা পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন কর্ণার, নাজমুল মাস্টারের দোকান থেকে বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম তালুকদার এর দোকান পর্যন্ত ৫০০ মিটার রাস্তায় গভীর রাতে ৪০০-৫০০ বস্তুা মুরগির বিষ্ঠা ফেলে চলে যায়, ফলে বাজারে ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হয়।
নাজমুল মাস্টার বলেন, বড়চওনা বাজারে সবচেয়ে ব্যস্ততম স্থান নামদারপুর রোডের মোর হতে বড়চওনা কুতুবপুর ডিগ্রী কলেজ পর্যন্ত আর বাজারে নিরাপত্তার দায়িত্বে কাজ করে ১৭ জন প্রহরী তাহলে এদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে রাস্তায় বস্তুা গুলো ফেলা হলো।
সকাল ৭ টার দিকে
বড়চওনা বাজার বণিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম তালুকদার। পরিচ্ছন্ন কর্মী দিয়ে রাস্তায় লোকজন ও গাড়ি চলাচলের উপযোগী করে দেন।
Leave a Reply