পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে সিকারপুর গ্রামের নব কুমার ও বাতাসি রাণীর দ্বিতীয় সন্তান অতুল চন্দ্র বর্মণ মেডিকেলে চান্স পেয়েছেন। অতুল চন্দ্র বর্মণ এবারে বগুড়া শাজিমেক এ ভর্তির সুযোগ পাওয়ায় তাদের ঘরে উঁকি দেয় চাঁদের আলো।
তবে ভর্তির সুযোগ পেলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ এবং এ শঙ্কায় দিন কাটতে ছিলেন অতুল এর পরিবার। কোথায় পাবেন অর্থ, কে দেবেন অর্থের জোগান- ভর্তির টাকা জোগান দিতে না পারায় হতাশা হয়ে পরে।
মেডিকেল কলেজে চান্স পেয়েও ভর্তির অনিশ্চিত-মেধাবী ছাত্র অতুল চন্দ্র বর্মণ।এমতাবস্থায় উক্ত সংবাদ জানতে পারেন পুলিশ সুপার পঞ্চগড় এবং মেধাবী শিক্ষার্থী অতুল চন্দ্র বর্মণ এর ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
(মঙ্গলবার, ২৭ এপ্রিল) পুলিশ সুপার পঞ্চগড় এর পক্ষে অর্থ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব এস এম শফিকুল ইসলাম।
Leave a Reply