মোংলায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষক,স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং অন্যান্য স্টোকহোল্ডার বৃন্দের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১ টায় জীবনের জন্য প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মোংলা ওয়ার্ল্ড ভিশন অফিসে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মোংলা জীবনের জন্য প্রকল্পের মোংলা এরিয়া অফিসার আবেদা সুলতানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক মেছেরশাহ্ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল,ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মাদ আলী,দিগন্ত প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার পারভিন, সাংবাদিক মনির হোসেন,ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাও: ইব্রাহিম খলিলুল্লাহ, অবসর প্রাপ্ত শিক্ষক জেমস শরৎ কর্মকার,উপজেলা প্রাথমিক সহকারী অফিসার পুষ্পজিদ মন্ডল প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমন্ত কুমার পোদ্দার। সভায় অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুরুদাস মন্ডল, সহকারী প্রাথমিক অফিসার মোঃ শাহিনুর রহমান মোড়ল, মোংলা পোর্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃঞ্চ কান্ত বাওয়ালী,কল্যান পাড়া টি এ ফারুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং অনলাইন,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভায় বক্তারা বলেন,বর্তমান করোনা কালীন সময় অনেক শিশুরা পরিবারের আর্থিক অনাটনের কারনে ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত হচ্ছে।অনেক কন্যা শিশুকে বাল্যবিবাহ দেয়া হচ্ছে। শিশুশ্রম ও বাল্যবিবাহ মোকাবেলায় আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে। শিশু শ্রম এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিশুটির পরিবারকে সচেনত করতে হবে।
Leave a Reply