মোংলায় জীবনের জন্য প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় নগর (এলাকা) প্রতিবেশী উন্নয়ন কমিটির আয়োজনে শিশু শ্রমে নিযুক্ত সুবিধা বঞ্চিত শিশুদের পিতাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১০ টায় মোংলার কাউন্সিলর শেখ আঃ হালিম সড়কের দেলোয়ার হোসেনের বাড়ি এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নগর (এলাকা) প্রতিবেশী উন্নয়ন কমিটির সহ সভাপতি মোহাম্মাদ আলীর সঞ্চালনায় উঠন বৈঠকে বক্তব্য রাখেন, মোংলা জীবনের জন্য প্রকল্পের নতুন কলি শিশু বান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রের শিক্ষক রাজকুমার সরকার,বৃহত্তম বরিশাল ঋনদান সমবায় সমিতির সদস্য ইউনুস মোল্যা, সমিতির তিন নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন,শেখ আব্দুর রহমান যুব ও ক্রিয়া সংঘের অন্যতম সদস্য বেল্লাল হোসেন প্রমূখ।উঠান বৈঠকে বক্তারা বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আর একটি শিশুকে আগামীদিনের ভবিষ্যত হিসেবে গড়ে তুলতে হলে পিতামাতার ভূমিকা অতুলনীয়। পিতামাতার চেষ্ঠা থাকলে এই শিশুরা আগামি দিনে মানুষের মত মানুষ হতে পারে। বর্তমানে শিশুরা মাদক সহ নানা অসামাজিক কার্যকলাপে নিযুক্ত হচ্ছে। এর পিছনে দায়ি পিতামতার অসচেতনা এবং পারিপাশ্বিক অবস্থা। শিশুরা কখন কি কোরছে কোথায় যাচ্ছে সে দিকে পিতামাতাকে খেয়াল রাখতে হবে।
Leave a Reply