মোংলায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মোংলা পুলিশের প্রচার অভিযান ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ”শ্লোগান নিয়ে মাঠে নেমেছে মোংলা পুলিশ। রবিবার (২১ মার্চ) বিকেল ৫ টায় মোংলার পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ প্রচার অভিযানে নামে মোংলা পুলিশ।এ সময় পুলিশের পক্ষ থেকে সকলকে করোনা সংক্রমন রোধে সাচেতন হওয়ার এবং করোনা বিধি নিষেধ মানার আহ্বান জানানো হয়। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পৌর শহরের মাস্ক বিহীন প্রায় ৫ শতাধিক বিভিন্ন পেশার মানুষের মুখে মাস্ক পরিয়ে দেয় মোংলা পুলিশ। এ সময় উপস্থিত পথচারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার আহবান জানান। তিনি আরও বলেন এরপর থেকে মাস্ক ব্যবহার ও সচেতনতা লক্ষ করা না যায় তাহলে শাস্তি এবং জরিমানার আওয়তায় আনা হবে।
Leave a Reply