আজ বড়দিন।আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয় বড় উৎসব বড়দিন বা ক্রিসমাসডে । নানা ধর্মীয় আচার ও উৎসবের মধ্য দিয়ে পালিত হয় এ দিনটি। প্রতি বছর ২৫ ডিসেম্বর তারিখে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই খ্রিস্টীয়উৎসব পালন করে। বছর ঘূরে তারা এই দিনটির জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে। দিনটিকে নিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে থাকে নানা পরিকল্পনা। সকাল থেকে রাত ভর খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে থাকে উৎসবের আমেজ।দিনটি উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলে জাঁকজমকভাবে গৃহসজ্জা,ঘরগুলুতে জ্বালানো হয় রঙিন আলো, সাজানো হয় ক্রিসমাস ট্রি।দিনটি উপলক্ষে গির্জায় গির্জায় চলে প্রার্থনা।সকালে গির্জায় বিশেষ প্রার্থনা দিয়ে দিনের শুরু হয়।গির্জায় ধর্মীয় গান হয়। এ দিন সান্তাক্লজ শিশুদের নানা উপহার দেবে। অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য এ দিনটিকে বেছে নেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রায় সব পরিবারেই থাকে বিভিন্ন সুস্বাদু ও উন্নত মানের খাবারের আয়োজন। কেক, পিঠা, পোলাও-বিরিয়ানিসহ রকমারি খাবারের আয়োজন চলে প্রায় প্রতিটা পরিবারে। আজ শুক্রবার (২৫ ডিসেম্বার) বাগেরহাটের মোংলায় নানা আয়োজনে দিনটি পালন করা হচ্ছে। মোংলার প্রতিটা গির্জা দৃষ্টিনন্দন ভাবে সজ্জিত করা হয়েছে। মোংলার খ্রিস্ট ধর্মাবলম্বীদের গৃহ গুলো জাঁকজমকভাবে সাজানো হয়েছে।
Leave a Reply