মোংলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটি উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মোংলা শহরের আওয়ামী লীগের নিজস্ব দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে দলের নেতৃবৃন্দ এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে।
উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৌর শহরের একটি র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন,মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম,বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোল্যা আঃ রউফ সহ আওয়ামী লীগের ভিবিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছারাও দিনটি উপলক্ষে মোংলার ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিতো হয়েছে।
Leave a Reply