মোংলায় একটি বসত ঘর আগুনে পুড়ে গেছে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার উত্তর কাইনমারী এলাকার জোসেফ হালদার এর বাড়ীর ভাড়া ঘরে আগুন লাগে।আগুন লাগার মাত্র ১০ মিনিটের মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঘড়টি ছিলো কাঠ-গোলপাতা দিয়ে তৈরি।আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতেই দুই রুমের ভাড়া ঘরটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম জানিয়েছে ঘর মালিক ও ভাড়াটিয়াদের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলো জোসেফের ভাড়াটিয়া নাসির ও গোপাল। তারা পেশায় দিনমজুর।ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, জোসেফের স্ত্রী রান্না শেষে চুলার উপরে কাঠ শুকাতে দেন। সেই চুলা থেকে আগুন লেগে পাশের ভাড়া ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মেম্বার আঃ রহমান শেখ, ইউএনও কমলেশ মজুমদার ও এসিল্যান্ড নয়ন কুমার রাজবংশী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।
Leave a Reply