মোংলায় নানা আয়েজনে মহান বিজয় দিবস পালিত। মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলা মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এর পরপরই সকাল সাড়ে ৬টা থেকে মোংলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণের মধ্য দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। যেখানে প্রথমে পুষ্পস্তব অর্পণ করেন উপজেলা প্রশাসন, মোংলা পোর্ট পৌরসভা, মোংলা থানা পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মোংলা উপজেলা ও পৌর শাখা,বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা ও পৌর শাখা, সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখা । এছাড়াও শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোংলা পৌর শহরে সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন গুরুত্বপূর্ণ ভবনগুলো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন পৃথক আলোচনা সভা ও দোয়াসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন কোরেছে।
Leave a Reply