“মোংলায় সম্প্রীতি প্রতিষ্ঠায় আমাদের নেতৃত্ব” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় মোংলা প্রসক্লাব মিলনায়তনে সর্বদলীয় সম্প্রীতি উদ্যাগে (পিএফজি ) এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলাপোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যাগ মোংলার সম্বয়কারী সাংবাদিক মোঃ নূর আলম শেখ।এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম ও প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস। আলোচনা সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, কাউন্সিলর এস এম কবির হোসেন, কাউন্সিলর শরিফুল ইসলাম, জাতীয় পার্টি নেতা এরশাদুজ্জামান সলিম, প্রভাষক হাফেজ মাওলানা তানভীর হুসাইন, পুজা উদযাপন পরিষদর সভাপতি পীযুষ কান্তি মজুমদার, অবসরপ্রাপ্ত শিক্ষক জেম্স শরৎ কর্মকার, উন্নয়নকর্মী তরুন বড়ুয়া, নারীনেত্রী কমলা সরকার, সিপিবি নেতা মাহরুফ বিল্লাহ প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা তরফদার মত্তালিব মুক্ত, শেখ আবু হানিফ, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, আব্দুস সালাম ব্যাপারী, যুবলীগ নেতা রফিকুল ইসলাম সোহাগ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন,
মোংলার মানুষ শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাসী। শান্তি এবং সম্প্রীতির মোংলা গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। সব ধরনের সহিংস সন্ত্রাসী-জঙ্গীবাদ-উগ্রবাদ্ ও সাম্প্রদায়িক সংঘাত মোকাবলায় আমরা মোংলাবাসী ঐক্যবদ্ধ।
Leave a Reply