মোংলায় জীবনের জন্য প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে শিশু শ্রমে নিযুক্ত সুবিধা বঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ জানুয়ারি) বেলা ১২ টায় মোংলার ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের নতুন কলি শিশু বান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। মোংলা জীবনের জন্য প্রকল্পের ফ্যাসালিটিটর প্রদিপ মজুমদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা। এ সময় বক্তব্য রাখেন, মোংলা পোর্ট পৌরসভার নব নিযুক্ত ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার হোসেন,ডক শ্রমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মাদ আলী,সাপ্তাহিক মেছেরশাহ্ পত্রিকার সম্পাদক শেখ আসাদুজ্জামান দুলাল,নগর প্রতিবেশী উন্নয়ন কমিটি ইউএনডিসির সভাপতি রিনা পারভিন,সাংবাদিক মনির হোসেন প্রমূখ। এ সময় বক্তারা বলেন একটি শিশুকে সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে মায়ের ভুমিকা অতুলনীয়। মা যদি চায় সে তার ছেলে মেয়েদের সঠিক স্থানে পৌছে দিতে পারে। এজন্য ছোট থেকে মায়ের ভূমিকা পালন অতি জরুরী। নানা কারনে হয়তো মা এই ভূমিকা থেকে একটু বিচ্যুত হয়। তখনই শিশুটি বি-পথে চলে যায়। এ কারনে প্রতিটি শিশুর প্রতি তার মায়ের যত্নবান হতে হবে। তারা কি করছে,কোথায় যাচ্ছে সে দিকে খেয়াল রাখতে হবে। সভায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ শিশু শ্রমে নিযুক্ত অর্ধশতাধিক শিশুর মা উপস্থিত ছিলেন। উপস্থিত মায়েরা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা তাদের শিশুদের আর শিশু শ্রমে নিযুক্ত করবে না। প্রতিটি শিশুকে এ বছরই স্কুলে ভর্তি করবে। সভায় সার্বিকভাবে সহায়তা করেন ওয়ার্ল্ড ভিশনের জীবনের জন্য প্রকল্পের নতুন কলি শিশু বান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রের শিক্ষক শুভ্রা প্রিয়া বিশ্বাস, রাজ কুমার সরকার। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্প ০১ আষ্টোবর ২০১৬ থেকে মোংলায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত শিশু,বিদ্যালয়ে না যাওয়া শিশু,বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু,১৮ বছরের নিচে পথ শিশু এবং তাদের পরিবারকে নানা সুযোগ সুবিধা প্রদান করছে।
Leave a Reply