না ফেরার দেশে চলে গেলেন মোংলা থানা বিএনপির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সুন্দরবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মৃধা নজরুল ইসলাম (৭০) (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৬ মার্চ) আনুমানিক রাত ২ টার সময় বাগেরহাট জেলার মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের পশ্চিম বাজিকর খন্ড গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এ দিকে মৃধা নজরুল ইসলাম মৃত্যুতে তার গ্রামে বিরাজ করছে শোকের ছায়া। সকাল থেকে তাকে এক নজর দেখার জন্য শত শত লোকের ভিড় লক্ষ করা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার বিকেল ৫ টা ৩০ মিনিটে সুন্দরবন ইউনিয়নের বাজিকর খন্ড গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে।
Leave a Reply