মোংলার দিগরাজ বাজার এলাকায় আগুনে পুড়ে এক দিনমজুরের বসত ঘর ছাই হয়ে গেছে।
বুধবার রাত আনুমানিক ১০ টার সময় মোংলা দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় সরকারী জায়গায় অবস্থিত বস্তির বাসিন্দা মোঃ আহম্মদের বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা স্থানে পৌছায় বাংলাদেশ নৌবাহিনী ও ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা। নৌবাহিনী ও ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যের আসার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে ঐ বস্তির ঐ ঘড়টি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিভানোর সময় স্থানীয় কয়েকজনের হাত পা কেটে আহত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। তবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক জানা যায় নি।
Leave a Reply