মোহনপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পূণর্মিলনী উৎযাপন করা হয়েছে।
“এসো মিলি প্রানের বন্ধনে, মোহনপুর থানা সমিতির টানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২২শে আগস্ট (শনিবার) শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় মোহনপুর থানা সমিতি,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেশরহাটে ঈদ পূণর্মিলনী-২০২০ উদযাপিত হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাঃ এলিনা আক্তার পলি এর সভাপতিত্বে বিকেল ৪টার দিকে শুরু হয় অনুষ্ঠানের মূল কার্যক্রম। অনুষ্ঠানে অংশগ্রহন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোহনপুর থানার সকল শিক্ষার্থীবৃন্দ।উক্ত অনুষ্ঠানে করোনাকালীন সময়ে এবং করোনা ভাইরাস পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে করণীয় কি ও শিক্ষার্থীদের আগামী জীবন চলার পথকে সু-প্রসারিত করতে কি করণীয় সে বিষয় গুলোর প্রতি আলোকপাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন সহ কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আয়েন উদ্দিন,ড. মোঃ একরাম হোসেন (সহযোগী অধ্যাপক,দর্শন বিভাগ,রারি), মোঃ দুলাল আলী মোল্লাহ্ (সহযোগী অধ্যাপক, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ,রাবি), মোঃ কামরুজ্জামান (সহযোগী অধ্যাপক, আরবী বিভাগ,রাবি), জনাব শহিদুজ্জমান শহিদ ( মেয়র কেশরহাট পৌরসভা), মোঃ মোস্তাক আহমেদ (অফিসার ইনচার্জ,মোহনপুর থানা), জনাব মোঃ মহসিন আলী (প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচারক, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা), সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply