প্রবীণ দুই আওয়ামীলীগ নেতা, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামীলীগের মুখপাত্র মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে পটুয়াখালী জেলার দুমকী উপজেলা ছাত্রলীগ।
মোহাম্মদ নাসিম এই প্রবীণ নেতার মৃত্যুকে কেন্দ্র করে দুমকী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সবুজ সিকদার বাংলাদেশ সারাবেলাকে বলেন মোহাম্মদ নাসিম ছিলেন বঙ্গবন্ধু আর্দশকে ধারন করা ব্যক্তিত্ব। দেশ ও জাতির কল্যানে প্রতিনিয়ত তিনি কাজ করে গেছেন। অন্যদিকে শেখ আব্দুল্লাহ ছিলেন তৃণমূল থেকে উঠে আসা এক বর্ষিয়ান রাজনীতিবিদ। সকল বাধাঁ উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনায় তাদের অবদান উল্লেখযোগ্য।একই দিনে রাজনীতির আকাশের দুই নক্ষত্রের বিদায় আমাদের দেশের রাজনীতির এক কষ্টজনক অধ্যায়। তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি অামারা দুমকী উপজেলা ছাত্রলীগ গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য গতকাল সকালে সাবেক স্বাস্থ্য মন্ত্রী,স্বরাষ্ট্র মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ রাতে মৃত্যুবরণ করেন।এই দুই বর্ষিয়ান নেতার মৃত্যুতে সারাদেশেই শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply