প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন আলালের শিষ্টাচার বহির্ভূত কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পীরগঞ্জ উপজেলার সকল ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন: পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,, সাংগঠনিক সম্পাদক জেম, সদস্য শফিক পারভেজ পরাগ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন মন্ডল,, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা, সাগর খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক মাউদী হাসান সুমন,, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ, পীরগঞ্জ পৌর ছাত্রলীগ, উপজেলার ১০ ইউনিয়ন ছাত্রলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় রেজওয়ানুল হক বিপ্লব বলেনঃ ‘‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোয়াজ্জেম হোসেনের এমন বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয়প্রতিপন্ন করেছে।
গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বসে ফেসবুকে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোয়াজ্জেম হোসেনের দেওয়া একটি অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার ঘটে। ফলে দেশের সাধারণ ফেসবুক ব্যবহারকারী এবং আওয়ামী সমর্থকগণ তীব্র প্রতিবাদ জানায়। আমরা মোয়াজ্জেম হোসেন আলালকে অতিদ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
Leave a Reply