রোটার্যাক্ট ক্লাব অফ যবিপ্রবির আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়ামে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আব্দুর রাহীম এবং রানার্সআপ হয় পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের রায়হান।
এছাড়াও মহিলা ক্যটাগরিতে জয়ী হয় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নিশাত চাঁদনী এবং রানার্সআপ হয় পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের রেহেনুমা তারান্নুম পিউলি।
উক্ত প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাবের মডারেটর ড.মো.আশরাফুজ্জামান জাহিদ, শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিভাগের প্রশিক্ষক আব্দুল্লাহ আল কাফি, উজ্জ্বল সূত্রধর এবং রোটার্যাক্ট ক্লাব অব যবিপ্রবির সভাপতি আকিব ইবনে সাইদ এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply