যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন দুই ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ২৩ তারিখ এই ল্যাবের উদ্বোধন করেন ইউজিসি অধ্যাপক ড. হাসিনা খান এবং যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
সকাল সাড়ে ১০ টা নাগাদ অধ্যাপক ড. হাসিনা খান বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের নবম তলায় জিনোম সেন্টারের সম্প্রসারিত অংশ সেল কালচার ল্যাব উদ্বোধন করেন। পরবর্তীতে একই ভবনের নীচতলায় জিনোম সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানবৃন্দ ।
Leave a Reply