যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শার্শা উপজেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন তীর্থ কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকেলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস, প্রভাষক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। মোহাম্মদ আল সাবের, প্রভাষক জিইবিটি বিভাগ। শারমিন নাহার রজনী, সহকারি অধ্যাপক এফএমবি বিভাগ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস জানান শার্শা উপজেলার শিক্ষার্থীতে যে কোন সমস্যা সমাধানে তিনি আপ্রাণ চেষ্টা করবেন।শার্শা উপজেলার প্রতিটা শিক্ষার্থী ক্যারিয়রে সফল হতে এবং বিশ্ববিদ্যালয় নিরাপদ রাখতে যথেষ্ট ভূমিকা পালন করবেন। তিনি জানান শিক্ষার্থীদের জন্য তার দরজা সব সময় খোলা থাকবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আল সাবের জানান নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নে সংগঠনে সংগঠন অনেক বড় ভূমিকা পালন করে এছাড়া নিজেদের কাছের মানুষদের পরিচয় হওয়ার সুযোগ করে দেয় সংগঠন তাই সবাইকে সংগঠনের সাথে যুক্ত থাকতে আহবান করেছেন। অন্যদিকে ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের সহকারী অধ্যাপক শারমিন নাহার রজনী বক্তব্যে বলেন উক্ত দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরে এবং নিজ এলাকার ছাত্র-ছাত্রীদের দেখে তিনি অত্যন্ত খুশি। তিনি আশা করেন এই ছাত্রছাত্রী আগামী দিনে শার্শা উপজেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরবর্তীতে অধ্যায়নরত শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
Leave a Reply