যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ নির্বাচনে ‘নীল দল’ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক ব্যতীত সকলেই নীলদল থেকে নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (২০ ডিসেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. হাফিজ উদ্দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, সহ সভাপতি পদে অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান, সাধারণ সম্পাদক পদে ড. কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক পদে তানভীর আহমেদ, কোষাধাক্ষ্য পদে ড. মোঃ জাহাঙ্গীর আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফি ফয়সাল আহমেদ, সদস্য পদে আরমান গাজী, অঞ্জন কুমার রায়, ড. কিশোর মজুমদার, চঞ্চল মোল্লা, নাফিসা নূয়েরী ইসলাম নির্বাচিত হয়েছেন।
Leave a Reply