রক্তচোষা
মানুষ রূপীদের দিন বদলে
অতীতের স্মৃতি মুছে ফেলে
সময়ে সময়ে বাপ–দাদার পরিচয় যায় ভুলে।
দুর্নীতিবাজ নেতার সাথে
সম্পর্ক গড়ে তুলে তৈরী করে পুঁজি
তেলবাজি আর চাটুকারিতায় হারাম বক্ষণ রুজি।
গর্বে তাদের বুক ভরে যায়
ওদের সাথে মিশে
অসহায়ের রক্ত ফোটা খাচ্ছে ওরা চুষে।
মানুষরুপি কুকুর স্বজন
অসহায়ের দম
মানবতা ধ্বংশ করে ভরে ওদের মন।
মেতে আছে রঙ্গলীলায়
হারিয়ে ফেলে হুস
দ্বিধা করেনা কুকুর খেতে, পকেটে ভরে ঘুষ।
উপকূলীয় অঞ্চলেও চলে
এরকম হাহাকার,
কৃষক ভুগে মিথ্যা মামলায়
দূর্নীতিবাজ জমিদার।
মারামারি খুন রাহাজানি
সবই আছে সে অঞ্চলে
অসহায় নাজমার শেষ আশ্রয়স্থল
হায়নারা দিলো পুরে
এ কোন নয় পাক বাহিনী
একে অপরের প্রতিবেশী
অন্যায় না করিয়া!
দরিদ্র কৃষক হইল মিথ্যা দোষী।
জেল হাজত ভোগ করেছেন
ভোগান্তি করিতে পার,
এখনো কাটেনি কৃষকের মনের দুঃখ হাহাকার।
কবে শেষ হবে এই হাহাকার
কৃষকের আক্ষেপ,
নিজের সার্থের জন্য নরপিশাচ
গরিবদের করলো শেষ।
লেখকঃ এম নেছার খান
Leave a Reply