ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র(ডিআইইউ) নিঃস্বার্থভাবে রক্তদান করা রক্তযোদ্ধাদের (রক্তদাতাদের) নিয়ে গঠিত ডিআইইউয়ান ব্লাড ডোনার কমিটি ঘোষিত হয়েছে।
এ কমিটিতে ইংরেজি বিভাগের মাহাদি হাসানকে সভাপতি, সজীব হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।
সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) কতৃপক্ষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ কমিটিতে ফারদিন আলম প্রান্ত ও জে.এম সাকিব হাসান কে সহ-সভাপতি, তানজিম খাঁন ও মাহমুদুল হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক, সানজিদুল করিমকে সাংগঠনিক সম্পাদক, রাব্বি মিয়া ও রাকিবুল হাসানকে সহ-সাংগঠনিক সম্পাদক, নাগিব হাসানকে সদস্য সচিব, রাহাত ইসলামকে এবং হাসানাতুন রহমান পূণ্য কে সহ-মেম্বার সেক্রেটারি, হুমায়রা আঞ্জুম শামোসিকে রক্ত আয়োজন সম্পাদক, মুমিত অরিনকে মিডিয়া সেক্রেটারি, ইসরাত জাহানকে সাব-মিডিয়া সেক্রেটারি, মেহেরুন তাবাসসুমকে নারী বিষয়ক সম্পাদক, হোসেন মাহমুদ আল আমিন, অমিত ঘরামি, রাকিব ঢালি এ তিনজনকে মেন্টর হিসেবে নির্বাচন করা হয়।
ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে মনোনিত করা হয়েছে মোহাইমিনুল শারজিল, ওমর ফারুক, রাহাত খাঁন এবং রুবাইয়াত আরা রাতিনকে।
এছাড়াও এ সংগঠনটিকে সঠিক নির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য ডিআইইউ’র চারজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী উপেদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন। তাঁরা হলেন অধ্যাপক শাহ আলম হিমু, সহকারী অধ্যাপক জুবায়ের আল আহমেদ, সহযোগী অধ্যাপক মিলি রহমান এবং সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ।
ডিআইইউ শিক্ষার্থীদের এ সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে শিক্ষকমন্ডলী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ালেখার পাশপাশি সহ-শিক্ষা, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে বরাবরই সক্রিয়। ভবিষ্যতের দিনগুলোতে এমন সুন্দর কাজে আরও বেশি অংশগ্রহণ করে সুনাম অর্জন করবে বলে আমরা বিশ্বাস করি।’
Leave a Reply