রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রংপুর জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির (২০২৪-২৫) নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এর শিক্ষার্থী তানজিরুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাছরুল হক। বুধবার (২০ই মার্চ) সমিতির মিলন মেলা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা এ কমিটি অনুমোদন করেন।
নবনির্বাচিত সভাপতি তানজিরুল ইসলাম শান্ত বলেন আমরা রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ বিভাগীয় সংগঠন। আমাদের সকল কর্মকান্ড অন্য সকল বিভাগের চেয়ে বৃহৎ পরিসরে হওয়া উচিৎ। তারই পরিপ্রেক্ষিতে আমরা নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক কাজ করে যাবো।অতিদ্রুত আমরা পূর্ণাঙ্গ কমিটি দিবো। রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর সকল সদস্যকে আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো নাছরুল হক বলেন
সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাছরুল হক বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়স্থ রংপুর বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় প্রথমেই আমি সংগঠনের সম্মানিত উপদেষ্টামন্ডলী এবং অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পদটি আমার জন্য যেমন গৌরবের বিষয় তেমনভাবে চ্যালেঞ্জেরও বিষয়। আমাদের প্রধান লক্ষ্য হবে সংগঠনটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞান চর্চার জায়গা। শিক্ষার্থীদের অ্যাকাডেমিকের পাশাপাশি সুপ্ত প্রতিভা বিকাশের জন্য কাজ করব। শুধু সংগঠনের শিক্ষার্থীদের স্বার্থেই নয় বরং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করা হবে আমাদের অন্যতম লক্ষ্য।
Leave a Reply