রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। গ্রান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. ফিরোজ আহমেদ।
গ্রান্ড ফাইনালের প্রথম পর্ব (ছেলে) অর্থনীতি বিভাগের মুখোমুখি হয়ে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দ্বিতীয় পর্বে (মেয়ে) অর্থনীতি বিভাগের মুখোমুখি হয়ে ম্যানেজমেন্ট বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম,বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ৫ ফেব্রুয়ারী শুরু হওয়া এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের মোট ৪০টি দল অংশগ্রহণ করে
Leave a Reply