পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিড-বোট দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় দুই জনকে আসামি করে মেরিন কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
পটুয়াখালী নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম বাদী হয়ে স্পিড-বোট পরিচালনাকারী ও এস.পি.বি বেনজীর আহমেদ-১ স্পিডবোটের ড্রাইভারকে আসামি করে মামলা দায়ের করেছেন।
লাইফ জ্যাকেট না থাকা,বৈরি আবহাওয়ার মধ্যে অতিরিক্ত যাত্রী বহন,অতিরিক্ত যাত্রী নিয়ে স্পিডবোট যাত্রার উদ্দদেশ্য গমন সহ একাধিক অপরাধে অভিযুক্ত করে এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে পানপট্টির উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী স্পিডবোট আগুনমুখার মাঝামাঝি গিয়ে ঢেউয়ের তোড়ে স্পিডবোট এর তলা ফেটে ১৭ জন যাত্রী ও চালক ডুবে যান।
এতে চালকসহ ১৩ যাত্রী জীবিত উদ্ধার হলেও ৫ জন নিখোঁজ ছিলেন। তাদের মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে।
Leave a Reply