রাজশাহীর চারঘাট উপজেলায় এক নারীর চোখ ও হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার অনুপমপুর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ ওই নারীর স্বামীকে আটক করেছে।
নিহত নারীর নাম রেহেনা বেগম। তার স্বামীর নাম বেলাল হোসেন। বেলাল আগে পেশাদার ডাকাত ছিলেন। ডাকাতি এবং হত্যা মামলাও আছে তার নামে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, বাড়িতে শুধু বেলাল এবং তার স্ত্রী রেহেনা ছিলেন। সকালে ওই বাড়িতে হাত ও মুখ বাঁধা লাশের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় ২০ বছর আগে তিনি পেশাদার ডাকাত ছিলেন। ডাকাতি করতে গিয়ে তার দুই ছেলে মারা গেছেন।
Leave a Reply