রাজশাহী জেলার বাঘা থানার কৃষকেরা পেয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ছোয়া।সারাদেশে করোনা প্রাদুর্ভাবে প্রান্তিক জনগণ ভোগ করছে অপরিসীম কষ্ট।সে কষ্টটা যেন কৃষকদের জন্য একটু বেশিই। নতুন ধান কাটা নিয়ে তাদের সমস্যাটা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।তাই দেশের সবাইকে কৃষকদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন।পাশাপাশি নিয়েছেন বিভিন্ন ব্যবস্থা।
রাজশাহী জেলার বাঘা থানার কৃষকেরা যখন ধান কাটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল, দেশের এই পরিস্থিতি তে লোক সংকটে ভুগছিল, ঠিক সেই সময় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে দুইটি অত্যাধুনিক কাটার এবং ধান মারাই মেশিন দেয়া হয়েছে।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে এই মেশিন দুটি দিয়ে দিনে গড়ে ৭০ বিঘা ধান কা যে সম্ভব।যেখানে প্রায় ৭০০ জনের মতো অভিজ্ঞা সম্পন্ন ধান কাটার মানুষের দরকার হতো। যার খরচ অনুমানিক ২ লক্ষাধিক। কিন্তু উক্ত কাটার মেশিন দ্বারা মাত্র দেড় লাখেরও কম টাকা খরচে একই পরিমাণ ধান কাটা সম্ভব।এর জন্য বাঘার কৃষকদের মুখে ফুটেছে হাসি।তারা সবাই এর জন্য চির কৃতজ্ঞ বাঘা থানার কৃষি অফিসার এর কাছে বলে জানান থানার প্রান্তিক কৃষকরা।এই অত্যাধুনিক ছোয়ায় তাদের এগিয়ে যেতে সুবিধা হবে, লাঘব হবে খরচ ও কায়িক পরিশ্রম।
Leave a Reply