আগামী ১ জানুয়ারি থেকে রাজশাহী মহানগরীতে অটোরিকশার ভাড়া বাড়ানো হচ্ছে।
শনিবার দুপুরে রাজশাহী ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে সংগঠনের নেতারা জানান, একদিকে বিগত দশ বছরে তিন দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। এখন পালাক্রমে গাড়ী চলাচল করে। তাছাড়া করোনা পরিস্থিতিতে অটোচালকরা মানবেতর জীবন-যাপন করছেন।
তাই নগরীর প্রতিটি রুটে আগের ভাড়ার সাথে তিন টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে সর্বনিম্ন এক কিলোমিটারের মধ্যে অটো ভাড়া ৫ টাকা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগরী ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর।
উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন হোসেন, সহসভাপতি আসলাম আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সহসাধারণ সম্পাদক রনি প্রমুখ।
Leave a Reply