কক্সবাজারের পেকুয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রাজাখালী ব্লাড ব্যাংকের তৃতীয় বর্ষ পূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে রাজাখালী ব্লাড ব্যাংকের প্রধান সমন্বয়ক আহমদ নুর সিকদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সাবেক ইউপি চেয়ারম্যান ও রাজাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বিএসসি।
বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন বাঁশখালীর পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোছাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুলের শিক্ষক ও আলভী-মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলী জাফর সাদেক, প্রথম আলোর সাংবাদিক ও সমাজকর্মী এস এম হানিফ, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল আলম, রাজাখালী ফৈজুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহিম হালী, স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম।
উপস্থিত ছিলেন রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শফিকুর রহমান, রাজাখালী ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা
মোস্তাক আহমদ, রাজাখালী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ইসমাইল মনির, নুরশেদুল ইসলাম চৌধুরী, হাফেজ মো. জসিম উদ্দিন, মো. আবুল বাশার।
অনুষ্ঠানে পেকুয়া উপজেলার মোট ১৮টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। এসময় এসব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের কার্যক্রম তুলে ধরতে গিয়ে বলা হয়, গত তিন বছরে ১৬টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও তিন হাজারের বেশি রোগীকে রক্ত ম্যানেজ করে দেয়া হয়।
Leave a Reply