ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৪৫ পিচ ইয়াবাসহ মাে : ইব্রাহিম ওরফে ফজর আলী ( ৩০ ) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক হয়েছে ।
৩ নং হােসেনগাঁও ইউনিয়নের অন্তর্গত কলিগাঁও গ্রামস্থ জনৈক মইনুল এর মালিকানাধীন পুকুরের দক্ষিণ পাড় সংলগ্ন পায়ে হাঁটা কাঁচা রাস্তার উপর হইতে আসামী মােঃ ইব্রাহিম @ ফজর আলী ( ৩০ ) , পিতা – মােঃ জালাল উদ্দিন , সাং – কলিগাঁও , থানা – রাণীশংকৈল , জেলা ঠাকুরগাঁও কে মাদকদ্রব্য ইয়াবা সমেত হাতে নাতে আটক করা হয় । এসময় আসামী মােঃ ইব্রাহিম @ ফজর আলী এর নিকট হতে ৪৫ ( পয়তাল্লিশ ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলটে উদ্ধার করা হয় । প্রাথমিক তদন্তে জানা যায় , আসামী পেশাদার মাদক ব্যবসায়ী । অভিযান পরিচালনা শেষে আসামীর বিরুদ্ধে । রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় । কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে । এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply