ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর পকম্বা ব্রিজের নিচে ধানক্ষেত থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৪ আগস্ট বুধবার পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের জুম্মার উদ্দিনের ছেলে আসাদুল জামানের গলাকাটা লাশ উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
এ বিষয়ে এলাকাবাসী জানান, রাতে এই যুবকের লাশ দেখতে পেয়ে আমরা রানীশংকৈল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, ধান ক্ষেত থেকে গলা কাটা অবস্থায় আসাদুল জামানের মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হচ্ছে। হত্যার কারণ ও হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
Leave a Reply