এবারের রোজাটা বরাবরের চেয়ে একটু ভিন্ন। শুরু হয়েছে মহামারী করোনাকালীন সময়ে।মসজিদে তারাবি নামাজের লেগে থাকা ভিড়টা এবার নেই। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে ১২ জনের বেশি তারাবি পড়া নিষেধ।গতকাল ও আজ ঢাকার প্রায় সব মসজিদেই নিয়ম মেনে ১২ জনের বেশি কাউকে তারাবির নামাজে অংশ নিতে দেখা যায়নি।সরকারি নির্দেশে বন্ধ রয়েছে ফুটপাতে ইফতারি বিক্রি।কাউকেই তাই ফুটপাতে দেখা মিলছে না ইফতারির পসরা সাজিয়ে বসতে।অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পরছেন।এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সবাইকে বই পড়তে ও ব্যায়াম করতে পরামর্শ দেয়া হয়েছে।দেয়া হয়েছে ইফতারিতে তরল খাদ্য খাওয়ার পরামর্শ।মুসলিম উম্মাহ আশা করে এই রহমতের মাসেই আল্লাহর রহমতে মহামারি মুক্ত হবে গোটা পৃথিবী।
Leave a Reply