জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করছে র্যাব-১২।রবিবার দুপুরে শহরের মারকাজ মসজিদে উলুমি দ্বীনিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন র্যাব-১২ কুষ্টিয়া সিপিসি-১, কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানসহ র্যাব সদস্যবৃন্দরা।
খাবার বিতরণ শেষে র্যাব-১২ কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান জানান, মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ থেকে শহরে র্যাব সেবা সপ্তাহ ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ শুরু হয়েছে।
এ কর্মসূচির আওতায় বিশেষ দোয়া মাহফিল ছাড়াও রয়েছে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান। ৭ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
Leave a Reply