লকডাউন শিথিলের আজ তৃতীয় দিন,চালু হয়েছে গণপরিবহন । শর্ত সাপেক্ষে শিথিল করা হয়েছিলো লকডাউন। কিন্তু কেউই যেন মানতে চাইছেন না সেসব শর্ত,মানছেন না সামাজিক দূরত্ব।দেশে সড়ক পথ, রেলপথ এবং নৌপথে সরকারি নির্দেশ থাকলেও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। দূরপাল্লার বাসগুলো কিছুটা স্বাস্থ্যবিধি মানলেও মানছে না অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস গুলো। যার চিত্র দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।এমনকি রাজধানীর অভ্যন্তরীণ বাস গুলোতেও অব্যবস্থাপনা চোখে পরার মতো। দেশের সবখানেই একই ব্যবস্থা দেখা যাচ্ছে। এতে জনগণের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা,করোনা পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে হতাশা ও উদ্বেগ।
দেশের রেলপথ একটু ব্যতিক্রম পথেই হাটছে। তারা সরকারের দেওয়া সব ব্যবস্থাই পালন করে যাচ্ছে। দেশের সকল স্টেশনেই একই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। নিয়ম মেনেই ভ্রমণের নিশ্চয়তা প্রদান করছে রেল কর্তৃপক্ষ।
কিন্তু কোন ধরণের নিয়মের তোয়াক্কা করছে না দেশের নৌপথ। যে যার মতো করে ভ্রমণ করছে। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুকি। রাজধানী থেকে ছেড়ে যাওয়া সকল লঞ্চেই একই দশা। কেউ ধার ধারছে না নিয়ম।রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ গুলোতেও একই চিত্র দেখা যাচ্ছে। এতে চরম ঝুকিপূর্ণ ভাবে ভ্রমণ করছে যাত্রীরা।
এরমধ্যে দেশে আজ নতুুুন করে করোনা আক্রান্ত সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। আজকে আক্রান্তের সংখ্যা ২৯১১ জন। যা আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ। দেশের এই অবস্থা থাকলে কি হবে সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন দেশের সচেতন নাগরিক সমাজ।
Leave a Reply