পাবনা ও কুষ্টিয়া জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী পদ্মা নদীর উপর নির্মিত লালন শাহ সেতুর ভেড়ামারার দিকে (কুষ্টিয়া জেলা) গাঁজার বাগানের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৫৫ টি গাঁজা গাছ।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বাংলাদেশ সারাবেলাকে বলেন ” লালন শাহ সেতুর পশ্চিমে একটু ভিতরে গোপন সংবাদে গাজার বাগান রয়েছে বলে তথ্য পান।এরপর আজ বৃহষ্পতিবার (২৩ জুলাই) সকাল ৬.৩০ মিনিটে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে উল্লেখিত স্থানে অভিযান চালান। সেখান থেকে ৫৫ টি গাঁজা গাছ উদ্ধার করা হয় ও সন্দেভাজনদের ১ জনকে আটক করা হয়েছে। ”
নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে বাংলাদেশ সারাবেলা এর বিশেষ টিম সরেজমিন ঘুরে এসে জানান উদ্ধারকৃত গাঁজা গাছগুলোর বয়স প্রায় ৮ মাসের মতো হবে ।গাঁজার বাগানের আশেপাশে বেশ কিছু কলা বাগান রয়েছে। অনেকেই সেখানে কলা চাষ করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ” তারা বিষয়টি গোপন করেছে বা তাদের ইন্ধনে এহেন বিশাল অপকর্ম হয়েছে বলে আমরা সন্দেহ করছি।
তদন্ত হবে।তদন্তে যাদের নাম পাওয়া যাবে, সবার নামে মামলা করা হবে।”
Leave a Reply