নাটোরের লালপুর ডিগ্রি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে লালপুর ডিগ্রি কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মাজেদের সভাপতিত্বে এবং প্রভাষক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য তৌহিদুল ইসলাম বাঘা, প্রভাষক হোসনে আরা, প্রভাষক আনোয়ারুল ইসলাম, প্রভাষক এস এম শামসুজ্জোহা প্রদর্শক আব্দুল ওয়াদুদ প্রমূখ। উল্লেখ্য এদিন সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন করা হয়েছে।
Leave a Reply