নাটোরের লালপুর উপজেলার লালপুর ডিগ্রী কলেজে প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শনিবার (১৫ জানুয়ারী) অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল মাজেদ এর সভাপতিত্বে ও শিক্ষক আবদুল ওয়াদুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইস্কেন্দার মির্জা, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, প্রথম বর্ষের ছাত্রী খাদিজাতুন আশরাফী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, নাটোর জেলা তাঁতী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন কুটি, গোপালপুর পৌর আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক রোকলনুল ইসলাম লুলু, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি আমিনুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সোহেল রানা কনক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply