লালপুর ডিগ্রি কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে স্বারক বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে কলেজ চত্বরে বারি-৪ জাতের আমের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন লালপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মাজেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, গভর্নিং বডির হিতৈষী সদস্য মোঃ রবিউল ইসলাম, ভূগোল বিভাগের সহঃ অধ্যাপক একরামুল হক, পরিসংখ্যান বিভাগের প্রভাষক ফিরোজ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু শাহিন, বাংলা বিভাগের প্রভাষক বিপ্লব হোসেন ও বিপুল কৃষ্ণ, ক্রিড়া শিক্ষক আব্দুল আউয়াল প্রমূখ।
উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক এক বিজ্ঞপ্তিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বারক বৃক্ষ রোপণে নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply