লালমনিরহাটে সিনিয়র সাংবাদিক ও শিক্ষককে ফেনসিডিল দিয়ে আটক করার পর শারীরিক ভাবে নির্যাতন করে বিজিবি।
বিজিবি কর্তৃক জনকন্ঠ ও বাসসের লালমনিরহাট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিনকে দড়ি দিয়ে বেধে নির্যাতন ও ফেনসিডিল দিয়ে গ্রেফতারের প্রতিবাদে ১৭ এপ্রিল (শনিবার) সকালে জেলার মিশন মোড়ে ঘন্টা ব্যাপী এ মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন, আবু হাসনাত রানা, আনোয়ার হোসেন স্বপন, আহমেদুর রহমান মুকুলসহ সকল সাংবাদিকগন অংশ নেয়। এ সময় অবিলম্বে দায়ী জেলা সদরের কুলাঘাট বিশেষ বিজিবি ক্যাম্পের কমান্ডার আনোয়ার হোসেন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সাংবাদিকরা ।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে লালমনিরহাট-১৫ বিজিবির বিশেষ ক্যাম্প কুলাঘাট -বিজিবি সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন ও শাহীনের সঙ্গে থাকা এক ব্যক্তিকে সন্দেহবসত আটক করে। পরে শাহীনের সঙ্গে থাকা ব্যক্তিকে মারপিট করে ছেড়ে দিলেও সাংবাদিক শাহীনকে এক বোতল ফেনসিডিল দিয়ে হাত কড়া ও রশি দিয়ে বেধে বেধড়ক মারপিট করে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করে
পরবর্তী লালমনিরহাট সদর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেন। শুক্রবার সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন আদালতে জামিন আবেদন করলে তা মঞ্জুর করে দুই হাজার টাকা বন্ডে জামিন প্রদান করেন ।
সাংবাদিক নির্যাতনের এ ঘটনায় জেলা জুড়ে সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে ।
Leave a Reply