বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত 

লেমন পুডিং

হ্যাপি ইয়াসমিন জুই, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৯২৪ ০০০ বার

লেমন পুডিংঃ

করোনায় প্রয়োজন ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি।আর সেটা বৃদ্ধি করা যদি যায় সুস্বাদু কোন খাবার খাওয়ার মাধ্যমে,তবে কার না ভালো লাগে?লাইফস্টাইলে এক নতুন ধারা আনতে পারে আজকের রেসিপি লেমন পুডিং। 

হোম কোয়ারেন্টাইনে থাকতে থাকতে মোটামুটি সকলেই বিরক্ত।এই সময় পরিবারের সদস্যদের জন্য চাই নিত্য নতুন রান্না। তাই আপনাদের জন্য রেসিপি মেলায় নিয়ে এসেছি একটি মজাদার রান্না। কার্যপ্রনালী দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মজাদার খাবারটি।

খাবারের নামঃলেমন পুডিং

প্রয়োজনীয় উপকরণঃ
১. ৩ টা ডিম
২. লিকুইড মিল্ক ২/৩ কাপ
৩. পাওডার মিল্ক ৩ টেবিল চামচ
৪. চিনি ১/২ কাপ
৫. লেমন এসেন্স ১ টেবিল চামচ
৬. ফুড কালার -গ্রিন- ১ টেবিল চামচ

কার্যপ্রনালীঃ
প্রথমেই আমরা পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করে নিবো। ক্যারামেল তৈরির জন্য একটি টিফিন কারিতে বা গোল পাত্রে নিয়ে নিবো ৩ টেবিল চামচ চিনি আর ২ টেবিল চামচ পানি। তার পর সেটি চুলার ওপর রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল তৈরি করে নিবো।। চিনি পানির সাথে গলে গিয়ে আঠালো হয়ে গেলে এর মধ্যে ১ চা চামচ গ্রিন ফুড কালার  যোগ করবো।আবার সেটি ঘুরিয়ে ১ মিনিটের মত হিট করে নিবো। তাহলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল।

তৈরি ক্যারামেলটি ২ মিনিটের মত রেখে দিতে হবে। তাহলেই এটি জমে যাবে এবং রেডি হয়ে যাবে পরবর্তী ধাপের জন্য।

এখন পুডিং এর মিশ্রন তৈরি করতে হবে।

মিশ্রণ টি তৈরির জন্য নিয়ে নিতে হবে রুম টেম্পারেচারে থাকা ৩ টি ডিম।একটি পাত্রে ৩ টি ডিম গুলিয়ে, হাফ কাপ চিনি ও ১ চা চামচ লেমন এসেন্স যুক্ত করতে হবে। তার পর সব গুলো উপকরণ হ্যান্ড উইচ দিয়ে ভালো করে বিট করে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে।
ততোক্ষন পর্যন্ত বিট করতে হবে যতক্ষন পর্যন্ত না ডিমের সাথে চিনি পুরো টা মিশে যাচ্ছে।
ভালো ভাবে বিট করার পর মিশ্রণ টি ফেনা ফেনা দেখাবে।

এখন একটি বোলে ২/৩ কাপ হালকা গরম মিল্ক নিয়ে নিতে হবে। তাতে এড করতে হবে ৩ টেবিল চামচ গুড়ো দুধ। তার পর এগুলো ভালো ভাবে মেশাতে হবে। তার পর এতে দিয়ে দিতে হবে ডিম চিনির মিশ্রন। মিশ্রনটি দেওয়ার সময় অনবরত নাড়াতে হবে। খেয়াল রাখতে  হবে যেন দুধ বেশি গরম না থাকে।গরম থাকলে ডিমের হলুদ অংশ জমাট বেধে যাবে।

এতক্ষণে ক্যারামেলটি খুব ভালো ভাবে জমাট বেধে যাবে।

এখন পুডিং এর মিশ্রণটি টিফিন কারির মধ্যে ঢেলে দিতে হবে।

বক্সটার মুখ ঢাকনা দিয়ে ভালো ভাবে আটকে দিতে হবে।
যাতে কোন প্রকার পানি ঢুকতে না পারে।

এখন চুলাই একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে ৫ কাপ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ৫ মিনিট হাই হিট এ হিট করে প্রি-হিট করতে হবে।

এখন পুডিং এর বক্সটি স্ট্যান্ডটির ওপর রেখে ফ্রাই প্যান এর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।।

পুডিং টি তৈরি হতে ৪০-৪৫ মিনিট সময় লাগবে।।
এসময় চুলায় টেম্পারেচার মিডিয়াম এর চেয়ে একটু কম রাখতে হবে।

৪৫ মিনিট পর পুডিং টি হয়ে যাবে।। বক্সটি বের করে, ঢাকনা খুলে ১ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে।

১ ঘন্টা পর একটি ছুড়ির সাহায্যে বক্সের ভেতরে পুডিং টির ৪ পাস ছাড়িয়ে নিতে হবে।

এরপর একটি ছড়ানো প্লেটে পুডিং টি রাখার জন্য বক্স টির ওপর সোজা করে প্লেট টি রেখে শক্ত করে ধরে বক্সটি উল্টো করতে হবে।এসময় একদম তাড়াহুড়ো  করা যাবে না তাহলে পুডিং টি ভেঙে  যেতে পারে।

আস্তে করে বক্সটি তুলে নিয়ে কিছু লেবু পাতলা গোল করে কেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।।

আসা করি সকলের ভালো লাগবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..