ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও ১২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা তাদের শপথবাক্য পাঠ করান। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে নাগরিক ফোরাম মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, মহিলা কমিশনার পদে সাহেবা, জরিনা ও শেফালী বেগম এবং সাধারণ কমিশনার পদে আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, মজিবর রহমান, মাহাবুবুর রশিদ (রশিদুল), দবিরুল ইসলাম, মোহাম্মদ মিলন, আব্দুস সামাদ, মাহাফুজ আলম ও এএইচএম কামরুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হন।
পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক (নারিকেল গাছ) ৯ হাজার ১৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ যোদ্ধা ছিলেন। ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্রলীগ পীরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। ২০০১ সালে উপজেলা কমিটির সহসভাপতি ও ২০১২ সালে দ্বিতীয়বারের মতো উপজেলা কমিটির সহসভাপতি নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১০ সালে আওয়ামী লীগের দলীয় টিকিটে পৌর নির্বাচন এবং ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন।
Leave a Reply