পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,পাবনা শহীদ এম মনসুর আলী হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং শহীদ এম মনসুর আলী কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বর্তমান পাবনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী জনাব আবদুল মান্নান খান মামা দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালে শনিবার (৪মে) রাত ১.৩০ টায় মৃত্যু বরণ করেছেন।
তার প্রথম নামাজে জানাজা শহীদ এম মনসুর আলী কলেজ মাঠে বেলা ১১ টায় এবং দ্বিতীয় জানাজার নামাজ আজ (শনিবার) বাদ জোহর তাঁর গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার লক্ষীকোল গ্রামে অনুষ্ঠিত হবে।
অধ্যক্ষ আবদুল মান্নান খানের মৃত্যুতে জাতীয় কৃষক সমিতি পাবনা জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে ।
Leave a Reply