যশোরের শার্শার বাগআঁচড়ায় সন্ত্রাসী হামলার অভিযোগ আহত-১। পূর্ব শত্রুতার জের ধরে বাগআঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাগআঁচড়া সাতমাইল এলাকায় (১২মে) বৃহস্পতিবার সাড়ে ৫টায় আব্দুর রব(৪০) কে পিটিয়ে যখম করেছে। বাগআঁচড়া এলাকার মৃত নূর আলী মন্ডল এর ছেলে মাহিদুল ইসলাম(৩৬), ইশার আলীর ছেলে আব্দুল আলিম(৪০), আনসার আলীর ছেলে আলমগীর হোসেন(৩৮), মৃত মোবারক হোসেনের ছেলে চৌধুরী(৪৫) সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা(২৮), মৃত আদম আলীর ছেলে সাগর(২৮), মৃত আতিয়ার রহমানের ছেলে সজীব(৩৫), এনামুল হোসেনের ছেলে খাইরুল(৩৮), মৃত শুকুর আলীর ছেলে মাসুদ(৪৮) সংঘবদ্ধ হয়ে আব্দুর রব টিটুর উপর অতর্কিত হামলা করে। স্থানীয়রা আহত আব্দুর রবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত আহত আব্দুর রব বলেন, বাগআঁচড়া সাতমাইল সিরাজ কন্টাকটারের মার্কেটে আমার গাড়ি মেরামত করার জন্য যায়। পূর্ব শত্রুতার জের ধরে ৭/৮ জন সন্ত্রাসী সিরাজ কন্টাকটারের মার্কেরের পেছনে আমাকে জোর করে নিয়ে যায়। তাদের হাতে থাকা রড দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। পরে আমি মাটিতে পড়ে গেলে আমাকে লাথি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। আমার কাছে নগদ ৮৩ হাজার টাকা জোর জবরদস্তি করে ছিনিয়ে নেয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে শার্শার থানার অফিসার ইনর্চাজ মামুন খান বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply