যশোরের শার্শার বাগআঁচড়ায় চুরি যাওয়া গরু উদ্ধারের নামে বসত বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুবৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বাগআঁচড়া গ্রামের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর কবিরের বসত বাড়ীতে এঘটনাটি ঘটে। এঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় রয়েছে জাহাঙ্গীর কবিরের পরিবার।
জাহাঙ্গীর কবির স্ত্রী নাছিমা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে ২৫/৩০ জনের একটি দল বাড়ীতে এসে প্রথমে আমার স্বামী কোথায় জানতে চাই। আমার স্বামী বাড়ীতে নেই বলতেই তারা জোর পুর্বক ঘরের ভিতর প্রবেশ করে ঘরবাড়ী তল্লাশির নামে ভাংচুর করে। এসময় তাদের কাছে কেন এমন করছে জানতে চাইলে তাদের গরু চুরি হয়েছে খুঁজতে এসেছে বলে জানায়। পরবর্তীতে আমার স্বামীকে না পেয়ে তাকে মেরে ফেলা হবে বলে অকথ্য ভাষায় গালি গালাজ করে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলহাজ হোসেন বলেন ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থল গিয়ে কাউকে পাইনি। এবিষয়ে কেও কোন অভিযোগও দেইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply