মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা তাদের চারদফা দাবির জন্য আন্দোলনে নেমেছে বেশ কিছুদিন ধরে। তারই অংশ হিসেবে আজ সকাল থেকেই রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে। দুপুরের দিকে পুলিশ এসে তাদের সাথে কথা বলার এক পর্যায়ে লাঠিচার্জ করলে আন্দোলনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা শান্তিপূর্নভাবে কর্মসূচি পালন করছিলেন বলে দাবি করে বলেন “আন্দোলনের প্রথমদিকে সব ঠিক থাকলেও কিছু সময় পরেই আমরা পুলিশের বাঁধার সম্মুখীন হন। তবে দুপুর দেড়টার দিকে পুলিশ মেডিকেল শিক্ষার্থীদের উপর চড়াও হয়।এ সময় পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে।এমনকি মেয়েদের উপরও চড়াও হয়। ”
এদিকে মেয়ে শিক্ষার্থীরাও পুলিশের শ্লীলতাহানি এবং লাঠিচার্জের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
সাংবাদিকরাও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন।
এদিকে পুলিশের লাঠিচার্জ এর পর ছত্রভঙ্গ হওয়া মেডিকেল শিক্ষার্থীরা একত্রিত হয়ে পরবর্তীতে তারা ঢাকা মেডিকেলের গেটে অবস্থান গ্রহন করেন।
এদিকে এ ঘটনায় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
তবে পুলিশের দাবি জনদূর্ভোগের কথা চিন্তা করেই তাদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয়েছেন তারা।
Leave a Reply